সাখাওয়াত হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
মাদক ছেড়ে খেলা ধরো,খেলাধুলায় জীবন গড়, এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভারর ২ নং ওয়ার্ডের খাসবাগুড়ী গ্রামের মাঠে বাগুড়ী এন্ড খাস বাগুড়ী বন্ধু সমবায় সমিতি এন্ড ক্লাবের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২২ শে ডিসেম্বর সোমবার দিবাগত রাতে খাস বাগুড়ী গ্রামের মাঠে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতি এন্ড ক্লাবের সভাপতি মোঃ সুরুজ প্রধান।
সমিতির সাধারণ সম্পাদক মিন্নুর রহমান ও ক্রীড়া সম্পাদক মোঃ মুর্শিদ এর সঞ্চালনায় ও পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। বক্তব্যে প্রধান অতিথি গ্রামের মসজিদের দুর্দশার কথা শুনে উন্নয়নকল্পে ৮ বান্ডিল টিন বরাদ্দের ঘোষণা প্রদান করেন।
বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, পৌর যুবদলের সাবেক সভাপতি প্রভাষক সামছুল হুদা মন্ডল দুলাল, আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন, জয়পুরহাট জজ কোর্টের এডভোকেট মাহমুদুল হাসান সাগর, আট নম্বর ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহেল ও তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী খোকন মন্ডল প্রমুখ। শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
মন্তব্য