মোঃ মনিরুজ্জামান মনির
উৎসর্গ আফিয়া তাহসিন অনন্যাকে
ছোট্ট আপুর জন্মদিনে
লিখলাম এই ছড়া,
সবার জন্য জরুরী না
এই ছড়াটা পড়া।
শুধু তারাই পড়বে ছড়া
ওকে ভালোবাসো,
জলদি করে ট্রেনে চড়ে
রাজশাহীতে আসো।
আইছে আগেই আপুটার বর
আর আত্মীয় সব,
রাত আটটায় শুরু হবে
কেক কাটার উৎসব।
উদার মনের এই অনন্যা
করবে না সে মিচ্,
আমার জন্য পাঠিয়ে দেবে
ওই কেকের একপিচ্।
মন্তব্য