(এস এম মনিরুজ্জামান আকাশঃ পাবনা জেলা প্রতিনিধি) উত্তর বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ।
কলেজ প্রশাসনের উদ্যোগে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গলবার(২৩ ডিসেম্বর ২০২৫) বক্তব্য রাখতে গিয়ে আবেগে ভেঙে পড়েন এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া।
শেষ কর্মদিবসে শিক্ষার্থী ও সহকর্মীদের সামনে দাঁড়িয়ে তিনি অনুভূতির কথা লুকাতে পারেননি।
বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন,এটি একটি সুন্দর স্বপ্নের পরিসমাপ্তি। তার এই কথায় মিলনায়তনে নেমে আসে নীরবতা যেখানে ছিল কৃতজ্ঞতা, ভালোবাসা আর বিদায়ের ভারী আবেগ।
শিক্ষা ও শিক্ষার্থীদের জন্য নিবেদিত এক অধ্যায়ের এখানেই যেন সমাপ্তি টানলেন এই প্রাজ্ঞ এই শিক্ষক। শিক্ষার্থীদের লক্ষ্য করে
তিনি বলেন,
শিক্ষা কখনো শেষ হয় না। প্রতিটি শিক্ষার্থীকে আমি জানাই জ্ঞান অর্জনের পথে কখনো থামবে না, মনোবল হারাবে না।তেমরা যা শিখেছেন, তা শুধু নিজের জন্য নয়, সমাজ ও দেশের সেবায় কাজে লাগাবে ।
প্রফেসর আব্দুল আউয়াল মিয়ার চোখে ঝলমল করছিল আবেগ, আর কন্ঠে স্পষ্ট ছিল অভিজ্ঞতার গভীরতা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক শক্তিশালী বার্তা দিলেন সমাজকে এগিয়ে নিতে, অন্যকে সাহায্য করতে এবং নিজের স্বপ্নকে দৃঢ়ভাবে ধরে রাখতে শিখুন। শিক্ষার মানে কেবল ডিগ্রি নয়, দায়িত্বও।
এই মুহূর্তে উপস্থিত সকল শিক্ষার্থীরা অনুভব করলেন, অধ্যক্ষের বিদায় কেবল একটি পদচ্যুতি নয় এটি শিক্ষার প্রতি দায়বদ্ধতা, স্বপ্নের প্রতি নিষ্ঠা এবং মানবিকতা গড়ার আহ্বান।
শিক্ষা জীবনের প্রতিটি ধাপে এই বাণী মনে রাখুন
সাফল্য কেবল নিজের নয়, অন্যের কল্যাণে কাজ করলে সেটিই হবে সত্যিকারের স্বপ্নপূরণ।
মন্তব্য