ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান
রাজশাহী, ২৫ ডিসেম্বর ২০২৫ — রাজশাহীর মোহনপুর উপজেলার ৪নং মৌগাছি ইউনিয়নের টেমা গ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে সাধু আমরুজ গির্জায় উৎসবমুখর পরিবেশে বিশেষ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ আয়োজনে মোহনপুর থানা পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গির্জার ফাদার শেখর ফ্রান্সিস কস্টা। তিনি বিশেষ প্রার্থনা ও ধর্মোপদেশে যিশু খ্রিস্টের জন্মের তাৎপর্য তুলে ধরে বলেন,
“বড়দিন শুধু একটি উৎসব নয়, এটি ভালোবাসা, ক্ষমা ও শান্তির মহান বার্তা বহন করে। এই আদর্শকে ধারণ করেই আমাদের সম্প্রীতির সমাজ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গির্জা কমিটির সভাপতি শ্রীমতি মার্শিলা ট্রুডু। তিনি বলেন,
“এবারের বড়দিনে আমরা সবাই একত্রিত হয়ে যিশুর আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়েছি। এ আয়োজনে সহযোগিতাকারী গির্জা পরিবারের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
গির্জা কমিটির সাধারণ সম্পাদক শ্রী শিমুল মার্দি সার্বিক আয়োজন তদারকিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানে বিশেষ প্রার্থনা, ক্রিসমাস ক্যারল গান পরিবেশন, কেক কাটা ও উপহার বিতরণের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করা হয়। গির্জায় আগত শত শত খ্রিস্টান ধর্মাবলম্বী ও স্থানীয় বাসিন্দারা এ উৎসবে অংশগ্রহণ করে আনন্দ উদযাপন করেন।
মন্তব্য