এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে খাগড়াছড়ির দীঘিনালায় বর্ণাঢ্য শিশু-কিশোর র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টায় ‘অগ্রণী শিশু-কিশোর কেন্দ্র (ACC)-এর উদ্যোগে দীঘিনালার বাবুছড়া প্রধান সড়ড়ের চৌমুহনী হতে র্যালিটি শুরু হয়ে বাবুছড়া নুয়ো বাজারে গিয়ে শেষ হয়।
“LONG LIVE THE INVINCIBLE BANNER OF FULL AUTONOMY” নতুন যুগের বিপ্লবীরা এগিয়ে এসো, পূর্ণস্বায়ত্তশাসনের পতাকাতলে সমবেত হও; শত শহীদের আত্মদানে গড়া ২৬ ডিসেম্বর অমর হোক” ব্যানার শ্লোগানে আয়োজিত র্যালিতে উৎসাহ-উদ্দীপনা নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েক শ’ শিশু ও কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারী শিশু, কিশোর-কিশোরীরা ‘শত শহীদের রক্তে গড়া ২৬ ডিসেম্বর অমর হোক; Glory to the UPDF; No Full autonomy, No Rest, বিজয় অবধি লড়বো, থাকবো অবিচল, দাসসুলভ বশ্যতা স্বীকারে যারা নারাজ, তারা এসো ইউপিডিএফ-এর পতাকাতলে ঐক্যবদ্ধ হই; দমন-পীড়ন রুখে দিতে ইউপিডিএফ-এ যোগ দিন, সেনাবাহিনী ব্যারাকে ফিরিয়ে নাও; পূর্ণস্বায়ত্তশাসন ন অলে, ন খিমিবং; লো যোক, পরাণ যোক, ন খিমিবং ন খিমিবং; For the Victory of Full Autonomy, Long Live UPDF” ইত্যাদি লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড প্রদর্শন করেন ও ইউপিডিএফের পতাকা বহন করেন। এসময় তারা কিশোর বাদক দলের বাদ্যের তালে তালে বিভিন্ন শ্লোগান দিয়ে রাজপথ মুখরিত করে তোলেন।
তারা সেনা ও রাষ্ট্রীয় সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে একটি ব্যানার ফেস্টুনে লেখেন, “পেশাগত দায়িত্বের বাইরে অবৈধ ও অন্যায় নির্দেশ পালন করবেন না”, আরেকটিতে লেখেন “পাহাড়িদের প্রতি বিমাতাসূলভ, বৈষম্যমূলক ও বৈরী আচরণ এবং সেটলারদের প্রতি পক্ষপাতমূলক আচরণ বন্ধ করুন”।
মন্তব্য