কলকাতা নিউজ দাতা মনোয়ার ইমাম
আজ সকাল থেকে বৈকাল পর্যন্ত শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর জামায়াতের পক্ষ থেকে রক্তদান কর্মসূচি ও স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা কর্মসূচি। আজকের এই মহৎ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পশ্চিম বাংলা জামাতে ইসলামী হিন্দ এর আমীর ডাঃ মশিউর রহমান সাহেব। এছাড়াও উপস্থিত ছিলেন মগরাহাট পশ্চিমের জামায়াতের নাজিম ফরিদুল ইসলাম সর্দার এবং বিশিষ্ট সমাজসেবী ও ঘোলা নওয়া পাড়া জামে মসজিদের নাজিম ডাঃ তারিক জামান সেখ এবং ঘোলা নওয়া পাড়া র রুকুন ইসমাইল সর্দার এবং মাস্টার আব্দুল আলিম গাজী ও ঘোলা নওয়া পাড়া জে বি মাদ্রাসা র প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক সর্দার এবং মগরাহাট পশ্চিমের নাজিমা শিফা লায়লা ও পশ্চিম বাংলা পুলিশের সাব ইন্সপেক্টর বজলুর রহমান হালদার এবং ঘোলা নওয়া পাড়া জামে মসজিদের মহাজ্জেম সাহাদাত হোসেন মোল্লা ও কলকাতার পি পি ব্লাড ব্যাংক এর ডাক্তার কে বোস ও তার প্রতিনিধিরাও।এই অনুষ্ঠানে প্রায় শতাধিক মহিলা ও পুরুষ তাদের মূল্যবান রক্ত দান করেন। সভায় আগত অতিথিদের শুভেচ্ছা জানান মগরাহাট পশ্চিম জামায়াতের নাজিম জনাব ফরিদুল ইসলাম সর্দার।।
মন্তব্য