(এস এম মনিরুজ্জামান আকাশঃ পাবনা থেকে) ৭০পাবনা-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সোমবার(২৯ ডিসেম্বর ২০২৫) বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। চাটমোহর- ভাঙ্গুরা-ফরিদপুর উপজেলার সমন্বয়ে গঠিত ৭০,পাবনা- ৩ আসনে বিএনপি’র দলীয় মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিন মনোনয়নপত্র উত্তোলন করেছেন এবং আজকে তা জমা দিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীর নিকট । এ সময় চাটমোহর, ভাগুড়া এবং ফরিদপুর উপজেলার বিএনপি এবং অঙ্গ সংগঠনের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে চাটমোহর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদস্য- সচিব আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা উপস্থিত ছিলেন না।সাবেক আহবায়ক আলহাজ্ব কেএম আনোয়ারুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এবং সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা আলহাজ্ব আনোয়ারুল ইসলামকে সমর্থন দিয়েছেন। মনোনয়নপত্র জমাদানের পর উপস্থিত সংবাদকর্মীদের সাথে আলাপকালে হাসান জাফির তুহিন বলেন, মনোনয়ন বা ধানের শীষ না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তবে আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রার্থীতা প্রত্যাহার না করলে তিনি দলে থাকতে পারবেন না। দল তখন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিবেন। জনাব তুহিন আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্যান্য সকল নেতা কর্মীরা সকলেই দলের সিদ্ধান্ত অনুসারে ধানের শীষের পক্ষেই কাজ করবেন।আর যদি তারা দলের প্রার্থীর পক্ষে কাজ না করেন তখন দল তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিবে। তুহিন বলেন, তিনি বিজয়ী হবেন এমন আশাবাদ ব্যক্ত করে সকলকে দলের সিদ্ধান্তের প্রতি আস্থা রেখে, ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানান। উল্লেখ্য কৃষিবিদ হাসান জাফির তুহিন সংসদীয় এলাকা ৬৯, পাবনা-২ থেকে নির্বাচন ও পাবনা-৩ আসনের নাগরিকের সেবা করার জন্য ভোটার এলাকা পরিবর্তন করে চাটমোহর (বোঁথর)এ বসবাস শুরু করেছেন।
দেখার বিষয় সাধারণ ভোটারদের মন জয় করে কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হাসি হাসতপ পারেন।
মন্তব্য