দেখিতে চাহিয়াও যদি না পাই দেখিতে মুখোচ্ছবি-
কি হবে ভবে রেখে এ চক্ষু যুগল, কি সময়ের দাবী,
মনতো স্পর্শ বিহীন অদৃশ্যতই পায় দেখতে ভাবনায়-
করেনা মনের সমান ওজন বহন চক্ষু যুগল চেতনায়!
আপনার চেয়ে যদি বেশি ভালোবাসা যায় কাউকে-
থাকেনা প্রত্যাশা কোন প্রতীক্ষায় জীবন নদীর বাঁকে,
পেতে ছোঁয়া মন চেয়েও যদি না পারে ভালোবেসে ছুঁতে –
আকাঙ্খা টুকুই মরে যায় অবজ্ঞায় ভালোবাসা পেতে!
প্রতীক্ষার প্রহর বড় নির্মম পরিহাস পরিতাপের বিষয়-
কখনো কখনো সজীব নির্মল জীবনকে করে ব্যর্থ ক্ষয়,
আশার প্রদীপ নিভু নিভু করেও করে যায় আলো দান-
মনের মাধূরীতে পরম্পরায় প্রেম হয় শ্রেষ্ঠত্বে সুমহান!
প্রত্যাশার চেয়ে প্রাপ্তী বেশি জোরদার হলে জীবনে-
থাকেনা যে মুল্য টুকু আকাঙ্খিত জীবনের সন্ধিক্ষণে,
কাটে জীবন; সময় যায় বয়ে গরীবানা হালতে যার-
দৃষ্টি সংকুচিত হয়;প্রেম প্রত্যাশায় মৃত্যু আসে তার।
আকাঙ্খার অভিব্যক্তিতে বিজড়িত প্রান মিলনে-
খোঁজেনা অজুহাত কোন বিলাতে নিবিড় প্রেম বন্ধনে,
আমরন সংগোপনে চর্চা করে প্রেম বিদগ্ধ আত্মায়-
বয়ে বেড়ায় মন চাওয়াকে পেতে আকাঙ্খায় ভাবনায়!
এস এম মনিরুজ্জামান আকাশ
মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ, কুয়াবাসী,চাটমোহর, পাবনা।
মন্তব্য