(এস এম মনিরুজ্জামান আকাশঃপাবনা জেলা প্রতিনিধি) শুক্রবার (২রা জানুয়ারি ২০২৬) সকাল নয় ঘটিকায় সময়
পাবনার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা, জজ এ্যাসোসিয়শনের সাবেক মহাসচিব, মহামান্য রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় কর্তৃক প্রদানকৃত কম্বল গুলো প্রদান করেন
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখা।
পাবনা জেলার আটঘড়িয়া উপজেলার হাড়লপাড়া সিদ্দিকীয়া আনছারিয়া খানকায়ে ফুরফুরা শরীফে গরীব-দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার আয়োজনে এ কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাড়লপাড়া হুজুরের বড় সাহেব জাদা আলহাজ্ব আখতারুজ্জামান বাদশা ও সার্বিক তত্তাবাধান করেন হাড়লপাড়া হুজুরের মেজ সাহেবজাদা মাহমুদুল হাসান মুকুল।
কম্বল প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক-কলামিস্ট আব্দুল হামিদ খান। আরও বক্তব্য দেন মাসুমদিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামছুল হুদা ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক রেজাউল করিম আইয়ুব, প্রাক্তন সেনা সদস্য খাইরুল ইসলাম, ফরিদ উদ্দিন আহমেদ ও বাপা সদস্য ঝর্না ইয়াসমিন।
বক্তাগন বক্তব্যে বলেন, মহামান্য রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ
সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় আমাদের পাবনার এক কীর্তিমান পুরুষ। পাবনার মানুষের জন্য তার দরদ অপরিসীম। তাইতো গরিব শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য তিনি কম্বল পাঠিয়েছেন। শুধু তাই নয় পিছিয়ে থাকা অবহেলিত পাবনার উন্নয়নে তার ভূমিকা উল্লেখ যোগ্য ও অনস্বীকার্য।
বক্তাগন উল্লেখ করেন সাহাবুদ্দিন চুপ্পু মহোদয় রাষ্ট্রপতি হওয়ার পরে অল্প দিনের মধ্যেই পাবনার মৃতপ্রায় ইছামতি নদীর প্রাণ প্রবাহ ফিরাতে নদীটিকে দখলমুক্ত করে খনন করতে ১৫ শ ৫৪ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন, যার কাজ দৃশ্যত চলমান। পাবনা-ঢাকা সরাসরি ট্রেন লাইন চালু করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে ট্রেন চালুর ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু পাবনার
দু-একজন মানুষের ষড়যন্ত্রের কারনে সেটি বন্ধ হয়ে গেলেও আগামী মার্চ মাস থেকে ইনশা আল্লাহ সেই পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু হতে চলেছে। তার উন্নয়ন মূলক কাজের উল্লেখ করে বক্তাগন আরও বলেন, পাবনা মেডিকেল কলেজের দীর্ঘদিনের আকাঙ্খিত ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণে ৬০০ কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়ে তিনি নিজ হাতে উদ্বোধন করেছেন। সর্বশেষ পাবনা মানসিক হাসপাতালে ১৩০০ কোটি টাকারও অধিক বরাদ্দ দিয়ে পাবনার উন্নয়নে মাইলফলক স্থাপন করেছেন।
কম্বল বিতরণ কালে তার জন্য দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাড়লপাড়া দরবার শরীফের বড় সাহেবজাদা আখতারুজ্জামান বাদশা । মোনাজাতে মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের মঙ্গল কামনা করে দোওয়া করা হয়, তার কর্মময় জীবন যাতে সুন্দর সমৃদ্ধ জীবন কামনা করে পাবনার উন্নয়নে আরও যাতে ভূমিকা রাখতে পারেন মহান আল্লাহর দরবারে সে দোওয়া করা হয়। দীর্ঘ মোনাজাতে মহামান্য রাষ্ট্রপতির কল্যাণময় জীবন কামনা করা হয়। তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে মহান আল্লাহ্ যেন তাকে হেফাজত করে তার ক্ষমতা আরও বাড়িয়ে দেন সে আরজি পেশ করা হয় মহান আল্লাহর দরবারে।
মন্তব্য