ক্রাইম রিপোর্টার: মো:আতিকুর রহমান
রাজশাহী, ২ জানুয়ারি ২০২৬: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাগড়ী ইউনিয়নে এক শোকাবহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের রাজশাহী জেলার সিনিয়র আহ্বায়ক মোঃ মাসুদ রানা এবং গোদাগাড়ী উপজেলার আহ্বায়ক। এছাড়া উপস্থিত ছিলেন ওলামা দলের রাজশাহী জেলা সদস্য হাফেজ মাওলানা মোঃ শামীম হোসেন ও গোদাগাড়ী উপজেলা সিনিয়র সভাপতি।
অনুষ্ঠানে আরও যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী জেলার সিনিয়র আহ্বায়ক অরণ্য কুসুম। পাগড়ী ইউনিয়ন ওলামা দলের আহ্বায়কসহ ইউনিয়নের বিশিষ্ট নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত থেকে মরহুমা দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন।
দোয়া মাহফিলে বক্তারা মরহুমা খালেদা জিয়ার গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান, জাতীয়তাবাদী আদর্শের প্রতি অটলতা এবং দেশের জন্য ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, বেগম জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় অধ্যায় রচনা করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনায় সকলে মোনাজাতে অংশ নেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর ২০২৫ ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মরহুমা খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে আসে এবং বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন চলছে।
মন্তব্য