পোরশা(নওগাঁ)প্রতিনিধি:মোঃ কামরুজ্জামান সরকার বাবু: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নওগাঁর পোরশায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার বিকালে তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম কাইয়ুম শাহ্ চৌধুরীর চাতালে শোক সভা ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী ও সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা। সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন মন্ডল। সভায় সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আতœার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এসময় বিএনপি নেতা আব্দুল গণি, আবুল কাশেম, ইব্রাহীম আলী, সানাউল্লাহ মন্ডল, যুবদল নেতার ইকবাল হাসান শাহ্, এনামুল হক শাহ সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।#
মন্তব্য