এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা নির্বাচন কার্যালয়। বাতিল হওয়া প্রার্থীরা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, মোট ১৫ জন প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই করা হয়। এর মধ্যে বিএনপির বিদ্রোহী প্রার্থী সমীরণ দেওয়ানসহ সাতজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্ধারিত শর্ত অনুযায়ী সমর্থনে প্রয়োজনীয় এক শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায় তাদের মনোনয়নপত্র বৈধতা পায়নি।
যেসব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন— আব্দুল ওয়াদুদ ভুঁইয়া (বিএনপি), নুর ইসলাম (ইনসানিয়াত বাংলাদেশ বিপ্লব), ধর্মজোতি চাকনা (স্বতন্ত্র), মিথিলা রোয়াজা (জাতীয় পার্টি), কাউছার আজিজী (বাংলাদেশ ইসলামী আন্দোলন), মো. এয়াকুব আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), দীনময় রোয়াজা (গণ অধিকার পরিষদ) এবং উশোপ্রু মারমা (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি)।
অন্যদিকে যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সেইসব প্রার্থীরা হলেন— সন্তোষিত চাকমা (স্বতন্ত্র), লাব্রিচাই মারমা (স্বতন্ত্র), সোনা রতন চাকমা (স্বতন্ত্র), মো. মোস্তফা (মুসলিম লীগ), সমীরণ দেওয়ান (স্বতন্ত্র), জিরুনা ত্রিপুরা (স্বতন্ত্র) ও আনোয়ার হোসেন নিয়াজী (খেলাফত মজলিস বাংলাদেশ)।
খাগড়াছড়ি জেলা নির্বাচন কার্যালয়ের সূত্র জানিয়েছে, আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা আপিল করতে পারবেন এবং আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
মন্তব্য