পোরশা নওগাঁ প্রতিনিধি:- গত ০২/০১/২০২৬ তারিখ দিবাগত রাত্রী অনুমান ০২.৪৫ঘটিকার সময়ে একটি অটোরিকশাযোগে ০৩ জন ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাওয়ার প্রাক্কালে নাইট ডিউটিরত পুলিশ ফোর্সের সন্দেহ হলে অটোটিকে আটক করে অটোয় থাকা ১ । মোঃ রিপন হোসেন (২৫ )পিতা মোঃ রমজান আলী ২ । মোঃ জাহাঙ্গীর হোসেন(৪০)পিতা- মোঃ ওসিম উদ্দিন ৩ । মোঃ লিটন হোসেন (৩০ )পিতা- মৃত মোকসেদ আলী,সর্বগ্রাম-গুনরাজপুর,থানা -পত্নীতলা , জেলা – নওগাঁগণকে জিজ্ঞাসাবাদ করিলে সন্দেহ হওয়ায় অটোসহ তাদেরকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে জানা যায় অটোর চালক মোঃ শফিকুল ইসলাম, পিতা-মৃত মোজাম্মেল হক ,গ্রাম – চক পাথুরিয়া পুর্বপাড়া, থানা -নওগাঁ সদর, জেলা -নওগাঁ এর অটো নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে রিজার্ভ করে পত্নীতলা থানাধীন বেলঘড়িয়া এলাকায় আসলে অটোতে থাকা দুই জন সেখানে নেমে যায় এবং অপর তিনজন অটো চালককে মারধর করে অটো চালককে অটো থেকে নামাইয়া দিয়ে আসামিরা অটোটি নিয়ে পোরশা থানাধীন কাঠপুকুর শ্বশান এলাকায় আসলে পোরশা থানা পুলিশ তাদেরকে সেখানে আটক করে ।
মন্তব্য