ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জ, ০৪ জানুয়ারি ২০২৬: চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি বিশেষ অভিযানে ৬০ বোতল নেশাজাতীয় কোডিনযুক্ত কাশির সিরাপ ফেন্সিডিল (ফেয়ারডিল ব্র্যান্ড) উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক মোঃ এমাদুল হকের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবি টিম সঙ্গীয় ফোর্স নিয়ে গত ০৩ জানুয়ারি রাত ৮:৩০টার দিকে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়া বৈরাগীপাড়া গ্রামে অভিযান চালায়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন মোঃ আব্দুল মান্নান (৩০), পিতা- মৃত আলীম হোসেন ওরফে কালু, মাতা- মোসাঃ ফাতেমা বেগম। তিনি একই গ্রামের বাসিন্দা। তার বসতবাড়ির দক্ষিণ পাশ থেকে এই বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ফেন্সিডিল একটি কোডিনযুক্ত কাশির সিরাপ, যা বাংলাদেশে মাদক হিসেবে নিষিদ্ধ এবং অপব্যবহারে নেশার কারণ হয়ে ওঠে। এটি প্রায়শই ভারত থেকে চোরাচালান হয়ে আসে এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ভারতীয় সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক চোরাচালানের অন্যতম রুট। পুলিশের এ ধরনের অভিযান মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্তব্য