পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রেসক্লাবের নিজস্ব অফিসে ওই সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৫ জানুয়ারি-২৫) বিকেলে কেশবপুর থানা প্রেসক্লাবের সভাপতি এ কে আজাদ ইকতিয়ার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেশবপুর থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ, সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম, সংগঠনিক সম্পাদক মোঃ আবু বক্কার সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক মোঃ নুরুজ্জামান চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ জাকারিয়া, কোষাধক্ষ মোঃ আব্দুস সালাম মুর্শিদি, ক্রীড়া সম্পাদক মোঃ মুকুল হোসেন, সদস্য সচিব মোঃ মনজুরুল ইসলাম ডাবলু, কার্যনির্বাহী সদস্য মোঃ মাসুদ রায়হান, নির্বাহী সদস্য মোঃ মাহাবুর রহমান, সদস্য মোঃ হেলাল, সদস্য মোঃ আব্দুল বারেক, সদস্য মোঃ মাহবুবুর রহমান, ফটো সাংবাদিক এম,এ খালেক প্রমূখ।
অনুষ্ঠানের সভাপতি এ,কে আজাদ ইকতিয়ার বলেন, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, পত্রিকায় ভালো নিউজ কভার করতে হবে এবং প্রশাসনের কাছে পত্রিকাগুলো পৌঁছাতে হবে, সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, নিজের দক্ষতা দিয়ে নিজেকে তৈরি করে নিতে হবে, সভাপতি আরো বলেন, কেশবপুর থানা প্রেসক্লাবের প্রতিটি সদস্য একে অপরের সহযোগিতা, নিয়ে কাজ করবে, সেই পরামর্শ দেন। উল্লেখ্য, কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ধানে শীষ প্রতীকের নির্বাচনী প্রেক্ষাপট তুলে ধরেন।
পরিশেষে কেশবপুর থানা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এ,কে আজাদ ইকতিয়ার সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মিটিং-এর সমাপ্তি ঘোষনা করেন।
ছবিঃ
০৫/০১/২৬
মন্তব্য