( নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা )
খুলনা-০৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সবসময় দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। রাজনৈতিক কঠিন প্রতিকুলতার মাঝেও তিনি জনগণের কাছ থেকে সরে দাড়ান নি। ব্যাক্তিগত ত্যাগ ও নির্যাতনের মধ্যে দিয়েও তিনি দল ও আদর্শের প্রতি অবিচল ছিলেন। নতুন প্রজন্মের রাজনীতিবিদদের সাহস, ধৈর্য্য ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার শাসনামলে দেশের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুত উৎপাদন, অবকাঠামোগত উন্নয়নসহ উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। গ্রামীণ অর্থনীতি সচল রাখতে তিনি কৃষি ও কৃষকদের স্বার্থ রক্ষায় নানামুখী উদ্যোগ গ্রহণ করেন। একজন আপোষহীন দেশ প্রেমিক নেত্রী হিসেবে বেগম জিয়া সবসময় দেশের স্বার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। বেগম জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিচল সৈনিক। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার নেতৃত্বে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। হেলাল বলেন, খালেদা জিয়া তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বিচক্ষণার সাথে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে দেশ সংসদীয় গণতন্ত্র ফিরে আসে। তিনি রাষ্ট্র পরিচালনায় জবাবদিহিতা ও প্রাতিষ্ঠানিক শাসন ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। আজিজুল বারী হেলাল বলেন, আসন্ন নির্বাচনে বিজয় অর্জন করলে বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাচবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সার বীজ সহজলভ্য করা এবং কৃষি উৎপাদন ব্যয় কমানোর উদ্যোগ নেয়া হবে। শিক্ষিত বেকার যুবকদের জন্য প্রশিক্ষণ ও চাকরির সুযোগ বাড়ানো হবে। তিনি বলেন, আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিক নিরাপদে থাকবে। ন্যায় বিচার পাবে। সম্মানের সাথে বসবাস করবে।
তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে জনগণকে সাথে নিয়ে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তোলা হবে। নিত্যপ্রয়েজীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। আজিজুল বারী হেলাল আজ ৬ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা কৃষকদল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ রাজু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে মোল্যা মাহবুবুর রহমান, মোঃ ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক ও মোল্যা হুমায়ুন কবির। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সাবু মোল্যার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মোঃ বিল্লাল হোসেন, মোঃ মিল্টন হোসেন মুন্সী, শেখ আজিজুর রহমান আজিবার, মোঃ আবুল হোসেন বাবু মোল্যা, মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, এস কে নাসির আহমেদ, মোঃ পলাশ শেখ (মেম্বার), চৌধুরী আমিনুল ইসলাম মিলু, মোঃ সোহাগ মুন্সী, মোঃ শামীম আহমেদ রমিজ, ছাত্রদলের আহবায়ক সাব্বির আহমেদ টগর, চৌধুরী আসাবুর রহমান, শেখ রাজু আহমেদ, মোঃ আমিনুল ইসলাম আমিন, চৌধুরী মেহেদী হাসান, মোঃ মহিদুল ইসলাম। পরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টার দিকে তিনি সাচিয়াদহ ইউনিয়নে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। রাত ৮টার দিকে তিনি হাড়িখালী মান্দারতলা বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
মন্তব্য