(পাবনা প্রতিনিধিঃ এস এম মনিরুজ্জামান আকাশ)
পাবনা জেলার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত নার্সকে শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) সকালে প্রকাশ্যে গলায় ছুরিকাঘাতে আহত করেছে তার স্বামী সেনা সদস্য আমিরুল ইসলাম। চিকিৎসাধীন আহত নার্স সুলতানা জাহান ডলি সেনাসদস্য আমিরুল ইসলাম এর স্ত্রী।
পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কুষ্টিয়া পাড়ার শাহজাহান আলীর মেয়ে সুলতানা জাহান ডলি। সুলতানা জাহান ডলি বর্তমানে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন কর্মরত একজন নার্স।অপরদিকে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামের নুর মোহাম্মদের ছেলে সেনা সদস্য আমিরুল ইসলাম।
ঘটনার সুত্রপাত স্বামী সেনা সদস্য আমিরুলের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ঐ ঘটনা ঘটে। বর্তমানে আহত নার্স ডলির গলায় একাধিক সেলাই শেষে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহনের নিমিত্তে তদন্ত চলছে বলে হাসপাতাল প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য