ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান
১০-০১-২০২৬ : রাজশাহীর গোদাগাড়ী উপজেলা উলামা দলের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনায় এক মর্মস্পর্শী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে দলের গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসেবে পরিচিত।
সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা উলামা দলের সভাপতি মাসুদ রানা। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা উলামা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরিচালনা করেন হাফেজ আহসান ও শামীম। দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত, হাদিস আলোচনা এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্রপুনরুদ্ধার এবং সকলের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ওলামায়ে কেরাম, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে এক শোকাবহ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকের চোখে-মুখে ছিল গভীর শ্রদ্ধা, বেদনা ও ভালোবাসার ছাপ।
এই দোয়া মাহফিলের মাধ্যমে গোদাগাড়ী উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি অগাধ শ্রদ্ধা ও স্মরণের বহিঃপ্রকাশ ঘটেছে, যা স্থানীয় রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মন্তব্য