(পাবনা থেকে বিশেষ প্রতিনিধি) পাবনার জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ৯০ দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক, পাবনার ঐতিহাসিক চাকিবাড়ির মালিক প্রলয় চাকী মারা গেছেন! রবিবার (১১ জানুয়ারি ২০২৬) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
VISION S television কে বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেল সুপার ওমর ফারুক। তিনি জানান, পাবনা জেলা কারাগারে বন্দি থাকাবস্থায় তিনি হৃদরোগ ও ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন
গত শুক্রবার(৯ জানুয়ারি ২০২৬) সকালে হৃদরোগ ও ডায়াবেটিস জনিত রোগে অসুস্থবোধ করেন। এসময় তাকে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। শারীরীক অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় ও রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ প্রলয় চাকী মৃত্যু বরন করেন।
এর আগে গত ১৬ ডিসেম্বর ২০২৫ ইং সকালে পাবনা শহরের পাথরতলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
জানা গেছে, প্রলয় চাকী রাজনীতির পাশাপাশি সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী।
৪ আগস্ট ২০২৪ ইং পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় সরাসরি অংশ নিয়েও আসামি হননি। ৫ আগস্ট পরবর্তীতে ‘চাকী বাড়ি’র নানা ঘটনা নিয়ে তাকে গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছিল পাবনাবাসী। তারই প্রেক্ষাপটে তাকে আসামী করে গ্রেফতার করত জেল হাজতে প্রেরন করা হয়।
তার মৃত্যুতে তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে শোক সন্তোপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দান করেছেন পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিষ্ট ও সাংবাদিক,পরিবেশ মানবাধিকার সম্প্রীতি স্লোগান বাহী আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা, পাবনার সভাপতি এস এম মনিরুজ্জামান আকাশ, সাধারণ সম্পাদক মুন্সী মুহাম্মদ হযরত আলী।
মন্তব্য