পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
“আমরা যদি ইচ্ছা করি, সঞ্চয়ী হতে পারি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরেে কেশবপুরের ঐতিহ্যবাহী পাঁজিয়া ইউনিয়নের পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ১শ’ ছাত্রীদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ সচেতনামূলক প্রশিক্ষণ, চেক ও উপকরন বিতরন অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি-২৬) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেন-এর সভাপতিত্বে এবং বি আর ডিবির হিসাব রক্ষক অদ্যহিত রায়-এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “বেগম রোকেয়ার মতো নিজেকে গড়ে তুলতে হবে। প্রত্যেকের উচ্চ শিক্ষার আগ্রহ থাকতে হবে। দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে।”
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কেশবপুর, যশোর এর আযোজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ( ইরেসপো) ২য় পর্যায় এর আওতায় পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরী সংঘের ১শ’ ছাত্রীদের নিয়ে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষন চেক ও উপকরন বিতরন অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বি আর ডি বি যশোরের উপ পরিচালক বি এম কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক, কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুখদেব রায়।
আরো বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মানস কুমার হালদার। উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী। অনুষ্ঠানে ৭ জন কিশোরীর মধ্যে ৮১ হাজার ৭শ ৫৯ টাকার চেক বিতরণ করা হয়। (বিআরডিবি)-এর ইরেসপো প্রকল্পের উদ্যোগে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ গ্রহনে শিক্ষার্থীরা খুশি প্রকাশ করে। প্রশিক্ষণে অংশ নেওয়া ছাত্রীরা বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে তাদের অনুভূতি প্রকাশ করে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ ছাত্রীদের হাতে বিভিন্ন উপকরণ তুলে দেন।
ছবিঃ ১২/০১/২৬
মন্তব্য