পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
সাতক্ষীরা সাহিত্য পরিষদের উদ্যোগে সাহিত্য সম্মেলন, কর্মশালা, সংবর্ধনা ও ‘ভোর’ প্রকাশনা উৎসব-২০২৬-এ সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনজন সাহিত্যিক পাচ্ছেন জেলা সাহিত্য পরিষদ সম্মাননা-২০২৬। ‘সারথিবিহীন বৈষম্যরথ সাহিত্য দেখাবে শান্তির পথ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা সাহিত্য পরিষদ, সাতক্ষীরা’র উদ্যোগে শহরস্থ তুফান কনভেনশন সেন্টারে (লেক ভিউ) সকাল ৯টা হতে দিনব্যাপি ওই উৎসবের আয়োজন করা হয়েছে।
আগামী শনিবার (১৭ জানুয়ারি-২৬) সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান-এর সভাপতিত্বে সংবর্ধিত অতিথিরা হলেন- সংবর্ধিত ও প্রধান অতিথিঃ ড. মোহাম্মদ আবদুল মজিদ, সাহিত্যিক ও গবেষক, চেয়ারম্যান, এসডিএফ সাবেক সচিব ও চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। সংবর্ধিত অতিথি ও উদ্বোধক-প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকী, কবি, সাহিত্যিক ও গবেষক, প্রাক্তন রেজিস্ট্রার ও পরিচালক মডার্ণ ল্যাঙ্গুয়েজ সেন্টার, খুলনা বিশ্ববিদ্যালয়। সংবর্ধিত ও বিশেষ অতিথি-ড. গোলাম কিবরিয়া পিনু, কবি, প্রাবন্ধিক ও গবেষক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, প্রফেসর আব্দুল মান্নান শিক্ষাবিদ ও সাহিত্যিক, অধ্যাপক। গাজী আজিজুর রহমান সাহিত্যিক, প্রাবন্ধিক, আলহাজ্ব আবুল কালাম বাবলা বিশিষ্ট সমাজসেবক, প্রধান উপদেষ্টা, জেলা সাহিত্য পরিষদ। এড. সীমা ইসলাম বেতার ও টেলিভিশন শিল্পী প্রশিক্ষক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট, ঢাকা। মোস্তফা নুরুজ্জামান বিশিষ্ট আবৃত্তি শিল্পী নির্বাহী পরিচালক, সুশীলন। বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, প্রফেসর ড. এম আমানুল্লাহ কবি, কথা সাহিত্যিক ও গবেষক ডাইরেক্টর, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, খুলনা। ড. সবুজ শামীম আহসান কবি, সাহিত্যিক ও গবেষক সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সমাজকর্ম বিভাগ, সরকারি সিটি কলেজ, যশোর।
সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান জানান, বিশেষ পরিবেশে কবি, সাহিত্যিক, লেখক, গবেষক, প্রাবন্ধিকসহ সুধীজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলন মেলায় পরিনত হবে।
ছবিঃ ১৩/০১/২৬
মন্তব্য