মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের জুম্মারপার তেলীপাড়ার দেলোয়ারা ওরফে দুলালী বেগম (৬০) হত্যা মামলার প্রধান আসামী বাবা ও ছেলেকে সাভার নবীনগর থেকে গ্রেফতার করেছে র্যাব।
গলা কেটে হত্যা মামলার আসামীরা হলো একই ইউনিয়নের জুম্মারপাড় তেলীপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে এরশাদ আলী (৪৫) ও তার ছেলে
সজিব (২২)। তাদেরকে নীলফামারীর র্যাব-১৩ ও সিপিসি-২ ও সাভারের র্যাব-৪ ও সিপিসি-২ যৌথ অভিযানে সাভার থানার জয়নাবাড়ী এলাকা থেকে ১৪ জানুয়ারী রাতে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৯ জানুয়ারী দুলালীকে তারা বসতবাড়ীর আঙ্গিনায় গলা কেটে হত্যা করে পালিয়ে গা ঢাকা দেয়। এ ঘটনায় ভিকটিমের ভাই হাফিজুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় পরের দিনেই তাদের আসামী করে কিশোরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামীরা বৃদ্ধা দুলালীর প্রতিবেশী। মামলা নং-৯। তারিখ-১০ জানুয়ারী’২০২৬।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, আসামীরা ভিকটিমের প্রতিবেশী। তদন্তে হত্যার কারণ জানা যাবে।
মন্তব্য