মোঃ ফয়সাল হোসেন, বিশেষ প্রতিনিধি
রাজশাহীর মোহনপুর উপজেলার ঐতিহ্যবাহী মোহনপুর সরকারি কলেজের উদ্যোগে ২০২৫–২০২৬ একাদশ শ্রেণী, অর্নাস ১ম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ, বিদায় বার্ষিক ও ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫জানুয়ারি) সকাল থেকে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ, অত্র প্রতিষ্ঠানে জমি দাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মফিজ রহমান মধুর সঞ্চালনায় এবং অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শেখ মো: বানী ইয়ামিন বখিতয়ার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা সুলতানা, অফিসার ইনর্চাজ(ওসি)এস.এম মঈনুদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাংগঠনিক সম্পাদক(২) খোন্দকার শাহিন আকতার শামসুজ্জ্হোা,উপজেলা জামায়াত আমির ও আত্রাই অগ্রণী কলেজের ভাইস প্রিন্সিপাল জিএম আব্দুল আওয়াল, সেক্রেটারী আব্দুল গোফুর মৃধা, সাংগঠনিক সম্পাদক আব্দুল আাজিজ, কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা বাবলু, সেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম ছাত্র দলের সভাপতি আব্দুর রাজ্জাক সাধারন সম্পাদক মাহমুদুল রহমান রুবেল। অনুষ্ঠানের আহবায়ক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, সার্বিক সহযোগিতায় প্রভাষক আশরাফুল আলম। অনুষ্ঠানে সকল বিভাগের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী এবং অত্র এলাকার বিভিন্ন শ্রেনি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা বিকাশে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মধ্যাহ্নভোজ এর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভাষক আজিম উদ্দিন পরিচালনা বিভিন্ন বিভাগের শিক্ষার্থীগন কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন।উক্ত অনুষ্ঠান উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানটি নতুন রুপে সু-সজ্জিত করা হয়। শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানটিতে উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।
মন্তব্য