মোঃ ছায়েদ আলী (শ্রীমঙ্গল প্রতিনিধি)
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও সুবিধাবঞ্চিত চা শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে সততা সমাজকল্যাণ সংস্থা। সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ ই জানুয়ারী ২০২৬ ) মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার নন্দ রানী, বিলাসছড়া ও জগল বাড়ী চা বাগানে চা শ্রমিকদের মাঝে ৩য় ধাপে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সততা সমাজকল্যাণ সংস্থার সংগঠনের প্রতিষ্টাতা মোঃ আহাজারুল ইসলাম অনিক, এডমিন মোঃ ছায়েদ আলী,কার্যকরী সদস্য মোঃ রমজান আলী, শান্ত মৃধা দীপক, মোঃ আব্দুল, এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চা শ্রমিকদের সেবক সংগঠন উপদেষ্টা সন্তোষ লোহার,সাধারণ সম্পাদক শান্ত মৃর্ধা দীপক, সদস্য শুভ তাঁতী সজিব, সার্বিক সহযোগীতায় আলোর প্রতিক সংগঠন উপস্থিত ছিলেন ।শুভ তাঁতী সজীব ভাগবত তাঁতী, অনিল কুমারাজ শেফালী তংলা , রাসমনি তাঁতী, অঞ্জলী কৈরী, বৃষ্টি কন্দ, কিরন তাঁতী, পুনমি তাঁতী, শান্তি তাঁতী, রেবা কর্মকার, শেফালী কর্মকার, জয়,বিশাল তাঁতী, দিলিপ কন্দ, সৌরভ কন্দ, অজয় তাঁতী, সুজন রিকিয়াশন, দিপক রাজবল্লভ, তুষার রাজবল্লভ, কৌশিক রাজবল্লভ শুভ কৈরী বিশ্বজিৎ গড় রনজিং তাই রিদয় কৈর্মী রানা।
এসময় চা বাগানের বৃদ্ধ প্রতিবন্ধী এবং অন্ধ চা শ্রমিক মহিলা পুরুষ বলেন, “শীতের এই সময়ে চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে পাশে থাকার জন্য চা সততা সমাজকল্যাণ সংস্থার প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
শীতবস্ত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন,তারা বলেন শীতবস্ত্র পেয়ে তারা অত্যন্ত খুশি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, সততা সমাজকল্যাণ সংস্থা একটি অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির মূল উদ্দেশ্য হলো সংগঠনের সদস্যদের মাসিক আয়ের উৎস থেকে এবং অর্থ সংগ্রহ করে দেশের বিভিন্ন চা বাগানের এতিম, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত গরিব ও অসহায় মানুষের মাঝে সহায়তা করা হয়, পাশাপাশি শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ, গৃহহীনদের ঘর নির্মাণ ও সংস্কার, চিকিৎসা সহায়তা প্রদান, প্রাকৃতিক দুর্যোগে খাদ্য সহায়তা এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।
মন্তব্য