মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী:-
রাজশাহীর মোহনপুর উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিদের নিয়ে ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় উপজেলা পরিষদের হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে, গুড একুয়াকালচার প্রাকটিস অ্যান্ড ফুড সেফটি বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়ন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (৩০ অক্টোবর) উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভূবনে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়ন করেন। এ সময় মোহনপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচির বাস্তবায়নে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ, সহকারি পরিচালক আয়শা খাতুন। আরও উপস্হিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীরা। উক্ত প্রশিক্ষণে ‘গুড একুয়াকালচার প্রাকটিস এন্ড ফুড সেফটি” বিষয়ক প্রশিক্ষণে মাছ ও চিংড়ির নিরাপদ ও টেকসই চাষাবাদ পদ্ধতি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, এবং রাসায়নিকের সঠিক ব্যবহার সম্পর্কে শেখানো হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষের মান উন্নয়ন, দূষণমুক্ত মাছ উৎপাদন, এবং খাদ্যের গুণগত মান নিশ্চিতসহ, মাছ চাষে অধিকতর লাভবান করার জন্য সঠিক ও স্বাস্থ্যকরভাবে মাছ চাষ ও বাজারজাতকরণসহ সার্বিক বিষয়ে ধারণা দেন মৎস্য কর্মকর্তারা।
মন্তব্য