সাখাওয়াত হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ
এতিম শিশুদের দোয়া ও ভালোবাসা নিয়ে ঢাকায় উদ্দেশে রওনা দিলেন জেলা বিএনপির নির্যাতিত নিপীড়িত ও আ’লীগ সরকারের দেওয়া একাধিক মিথ্যা মামলায় বার বার কারাবরণ করা সংগ্রামী জননেতা অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল। এসময় তিনি শিশুদের খেলার জন্য একটি ফুটবল তুলে দেন তাদের হাতে। ফুটবল পেয়ে শিশুগুলো বেজায় খুশি হয়ে নেতার জন্য প্রাণভরে দোয়া করে। রবিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবির কুসুম্বা ইউনিয়নের শালাইপুর বাজারে অবস্থিত “শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল এতিমখানা কমপ্লেক্সে ভবনে” উপস্থিত হয়ে মাদ্রাসায় অধ্যয়নরত এতিম শিশুদের ফুটবলটি দেন জয়পুরহাট-০১ আসনের ধানের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি গফুর মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন এতিমখানা ও মাদ্রাসার সুপার মাওঃ মোঃ আব্দুল্লাহ্ , কোরআন শিক্ষার ধর্মীয় এ প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মজিদ অনেকেই। ধানের শীষের এমপি প্রার্থী গফুর মন্ডল এসময় বলেন, এতিম বাচ্চাদের মুখের হাসিই আমার সামনের দিকে এগিয়ে চলার একমাত্র প্রেরণা। সমাজের প্রতিটি সম্পদশালী মানুষের উচিত এইসব এতিম শিশুদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে রাতের গাড়িতে গফুর মন্ডল ঢাকার উদ্দেশে রওনা দেন।
মন্তব্য