মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী:-
দেশীয় মাছের প্রজনন রক্ষা ও নদীর প্রাকৃতিক ভারসাম্য টিকিয়ে রাখতে মোহনপুরে বারনয় নদীতে মোহনপুর উপজেলা ( ভারপ্রাপ্ত )নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কমিশনার( ভূমি ) জোবায়দা সুলতানা,এর নেতৃত্বে বুধবার( ১৫ অক্টোবর ) বেলা ১১ টায়, এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে
দুটি অবৈধ সুতি জাল জব্দ করে সেগুলো তাৎক্ষণিকভাবে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউএনও জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের নদ-নদীতে অবৈধ মাছ ধরার যন্ত্রপাতি নির্মূল করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধ ভাবে সুতি জাল দিয়ে মাছের প্রজনন এবং জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। আর এই ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে। এদিকে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেনজীর আহমেদ বলেন, স্থানীয় মৎস্যজীবীদের সচেতন করতে নিয়মিত প্রচার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নদী রক্ষা এবং মাছের প্রাকৃতিক উৎপাদন ধরে রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। তবে স্থানীয়দের সচেতনতা এবং প্রশাসনের কার্যকর নজরদারি একত্রে না থাকলে এসব অভিযানও দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনতে পারবে না। এ সময় আভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য বিভাগ ও মোহনপুর থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
মন্তব্য