পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:- অদ্য ০৯ নভেম্বর-২০২৫ তারিখ সময় আনুমানিক ২৩.২০ ঘটিকায় আরআইবি এবং সিভিল সোর্স এর তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১/৫ এস হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে স্থান হবুর মোড় আম বাগানের ভিতর থেকে যাহার জি আর নং-৪৬৬৭০৬। ম্যাপসীট নং ৭৮সি/৮। বিশেষ টহল কমান্ডার জেসিও-১০৭৯৯ নায়েব সুবেদার মুহাম্মদ আলী খান এর নেতৃত্বে বিশেষ টহল পরিচালনা করে মালিক বিহীন ০২ টি মাঝারি ভারতীয় মহিষ আটক করা হয়। আটক কৃত সিজার মূল্য ৪,০০,০০০ টাকা কথায় (চার লক্ষ) টাকা মাত্র। আটক কৃত ০২ টি ভারতীয় মাঝারি মহিষ কাস্টমে জমা করার কার্যক্রম
প্রক্রিয়াধীন রয়েছে।
মোঃ কামরুজ্জামান সরকার বাবু।
উপজেলা প্রতিনিধি
পোরশা নওগাঁ
মোবাইল:০১৭১০-৬৩২৯৪৪।
মন্তব্য