এ এস এম সাদেকুল ইসলাম।
( সিনিয়র রিপোর্টার)
ময়মনসিংহ বিভাগ শেরপুরের নকলায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিনের ওপর ছাত্রদল নেতার হামলার ঘটনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সারাদেশের সাথে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা কৃষি অফিস দুইঘন্টা কর্মবিরতি পালন করে। স্থানীয় উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা এর নেতৃত্বে উক্ত কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফুন নাহার প্রীতি, আবু রায়হান, কৃষি সম্প্রসারণ অফিসার, মোঃ ইসমাইল হোসেন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার, মুক্তাগাছা, মোঃ রবিউল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সহ মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন।
উক্ত কর্মসূচি থেকে অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা,এবং
কৃষি কর্মকর্তাদের নিরাপত্তা বিধানে জোর দাবি জানানো হয়।
সূত্র জানায়, গত ৫ নভেম্বর’ ২৫ ইং ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলাধীন নকলা উপজেলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন আয়োজিত ০৩ (তিন) দিনের কর্মসূচির অংশ হিসেবে ৯ নভেম্বর’২৫ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ময়মনসিংহ মানববন্ধন ও ১১ই নভেম্বর’২৫ইং সারাদেশের সাথে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কৃষি অফিস কলম ও কর্মবিরতি (১১টা-১২টা পর্যন্ত) কর্মসূচি পালন করে।
এরআগে ১০ নভেম্বর’২৫ সংশ্লিষ্ট দপ্তর রেঞ্জ ডি.আই.জি. ময়মনসিংহ বরাবর স্মারকলিপি প্রদান করা হয় । উল্লেখ্য
নকলা উপজেলার কৃষি কর্মকর্তার উপর বর্বরোচিত হামলা ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার পরবর্তী আইনে হেফাজতে নেওয়ার আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশন।
মন্তব্য