মোঃ ছায়েদ আলী(শ্রীমঙ্গল প্রতিনিধি)
মাজদিহী চা বাগান হাসপাতালে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
(১৮ নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ৯ ঘটিকা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত।
পরিচালনা করেন: ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, কুলাউড়া,
আর্থিক সহায়োগিতায় এমটিভি ফাউন্ডেশন,
সার্বিক সহয়োগিতায় গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক),চা শ্রমিকদের সেবক সংগঠন, চিকিৎসা
কর্মসূচি বাস্তবায়ন করে গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক।
সর্বমোট ২৪৫ জন রোগীকে সেবা প্রদান করেন, ,ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয় ৬০ জন অপারেশন ২৮ জন
মাংশবৃদ্ধি ও নালী অপারেশন রোগী ৩ জন।
৭৪ জনকে চশমা বিতরণ করা হয়,ও ১৯০০০ হাজার টাকার ঔষধ বিতরণ করা হয় এবং ৬০ জন রোগী বাঁচাই করা।
প্রথম ধাপে ৩১ জনকে অপারেশনের জন্য ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল
কুলাউড়ায় নেওয়া হয়,তাদের থাকা খাওয়া যাতায়াত অপারেশন ঔষধ সম্পুন্ন বিনামুল্যে প্রদান করা হইবে,
বাকি ২৯ জনের বিপি ও ডায়বেটিস বাড়তি তাই তাদেরকে পরবর্তী সময়ে নেওয়া হবে, উক্ত চা বাগানের মানুষকে নিজ উদ্যোগে ফ্রী চক্ষু চিকিৎসা সুযোগ করে দিয়েছেন গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক সংস্থার প্রতিষ্ঠাতা-অশোক রঞ্জন পাল এর এ মহতি উদ্বেগ স্বাগত জানাতে চা বাগানের সচেতন যুবক,ছাত্র ছাত্রী মুরব্বি সহ বিভিন্ন পেশার মানুষ এগিয়ে আসেন, মাজদিহী চা বাগানের চা শ্রমিকরা জানান
আমরা চা শ্রমিকরা বিনামূল্যে চিকিৎসা পেয়েছি , শ্রীমঙ্গল বিভিন্ন এলাকা থেকে আসা রোগী জানান শেষ বয়সে এসে কিছুই না দেখার আক্ষেপ, মাত্র ৬০০০ টাকার জন্য ছানি অপারেশন করতে না পেরে এখন পুরো পৃথিবী অন্ধকার।
আজকের কাম্পের মাধ্যমে বিনামূল্যে অপারেশন করে আলো দেখার আশায় এরকম আরো ২৪৫ জন হতদরিদ্র চা শ্রমিকদের
বিনামূল্যে চক্ষুসেবা দেওয়া হয়েছে, মাজদিহী চা বাগান হাসপাতালে, দিনব্যাপী গ্রাম উন্নয়ন কার্যক্রম (গ্রাউক) এবং চা শ্রমিকদের সেবক সংগঠন এর উদ্যোগে এবং এমটিবি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে বিভিন্ন চা বাগান থেকে আসা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে ঔষধ, চশমা ও ব্যবস্থাপত্র দেওয়া হয়, এছাড়া ক্যাম্প থেকে ৩১ জন রোগী বাছাই করে বিনা খরচে ছানি, মাংসবৃদ্ধি ও নেত্রনালী অপারেশন ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল,কুলাউড়া শাখায় করা হবে।
গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা উদ্যোগ প্রশংসা করেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা আবার ঔষধ চশমা বিনামূল্যে বিতরণ করা হয়।
গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক এর পক্ষে উপস্থিত ছিলেন।
কর্মকর্তা ও অফিসার বৃন্দগণ। গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক শ্রীমঙ্গল অঞ্চলের আঞ্চলিক ম্যানেজার জনাব অতুল কুমার পাল, সহকারী আঞ্চলিক ম্যানেজার জনাব মহাদেব ভূঁইয়া।
আরও উপস্থিত ছিলেন চা শ্রমিকের সেবক সংগঠন এর উপদেষ্টা বিষ্ণু হাজরা রাজু ও শ্রীমঙ্গল সততা সমাজ কল্যাণ সংস্থার এডমিন ও সেচ্ছাসেবী, মোঃ ছায়েদ আলী প্রমুখ।
এ সামাজিক কাজকে সফল করতে আপনাদের কে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ প্রকাশ করেন, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউক,
আরো বিশেষ ধন্যবাদ জানান ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনষ্টিউড ও হাসপাতাল কুলাউড়ার এই প্রতিষ্টানকে।
মন্তব্য