ওয়াহিদুজ জামান
ফরিদপুর জেলা প্রতিনিধি:
মধুখালির বহুল আলোচিত ভাইরাল হওয়া সেই নির্যাতিত বাবা ও ছেলের পাশে দাড়ালেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম।
বুধবার( ৫ এপ্রিল) দুপুর ১ টার দিকে ফরিদপুরের মধুখালিতে মেয়ে ও বোন কে ধর্ষণর সাজানো অভিযোগে অমানবিক নির্যাতনের শিকার শিকার ইয়ামিন মৃধা(৪০) ও তার ছেলে রাজন মৃধা কে দেখতে তাদের বাড়ী যান ফরিদপুর জেলা পুশিশ সুপার মোঃ শাহজাহান পিপিএম।
এসময়ে তিনি ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে ইয়ামিন মৃধার হাতে আর্থিক অনুদান হিসেবে নগদ ২০,০০০ টাকা সাহায্য প্রদান করেন এবং জুটমিলে চাকুরীর ব্যবস্হা করেদেন।সেই সাথে তার ছেলে রাজন মৃধা কে চাকুরির আশ্বাস দেন।এছাড়াও খাট,তোষক,লেপ,জামা- কাপড়,চাল-ডাল,তৈল,লবনফলমূলসহ বেশ কিছু সামগ্রী ঈদ উপহার হিসেবে তুলে দেন।
এর আগে মঙলবার (৪ এপ্রিল) সকাল ১০ দিকে মধুখালি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী ইয়ামিন মৃধা ও তার পরিবারকে জমিসহ একটি ঘর প্রদান করেন।
এসময়ে নির্বাহীঅফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী ও ফরিদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আকরামুল করিম,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইমদাদ হুসাইন (প্রশাসন ও অর্থ),সহকারী পুলিশ সুপার সুমন কর ( মধুখালি সার্কেল),সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ,গত ১৭ মার্চ মধুখালি উপজেলা জাহাপুর ইউনিয়নের আড়ুয়াখান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে র একটি শ্রেনী কক্ষে ইয়ামিন মৃধা( ৪০) ও তার ছেলে রাজন মৃধা (১৫) কে আটক করে অমানবিক নির্যাতনে ভিডিও ধারণ করে সোশাল মিডিয়ায় ছেড়ে দেয়।
মন্তব্য