রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল ৬ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমšি^ত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খালিদ হাসানের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, ভাইস চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায়, উপজেলা প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা ডাঃ জোসমিনা মুরমু, ডাঃ মোঃ আব্দুল আজিজ, ভ্যাটেরিনারি সার্জন ডাঃ রপম চন্দ্র মোহন্ত ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান।
অনুষ্ঠানে ১১৮ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২ টি করে ভেড়া, ২ টি টিন, ৪ টি পিলার ও ৫ টি করে ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে।
মন্তব্য