মোঃ ফয়সাল হোসেন, জেলা প্রতিনিধি রাজশাহী:-
রাজশাহীর মোহনপুর উপজেলায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে মোহনপুর উপজেলায় শুরু হয়েছে ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫’। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে
এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জোবায়দা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, মোহনপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন, ধূরইল ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান জাঙ্গীর আলম, ঘাসিগ্রাম ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী রিপন আলী, ঘাসিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক,এনামুল হক,প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ,অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, উদ্বোধনী খেলায় ধুরইল ইউনিয়ন বনাম খাসিগ্রাম ইউনিয়ন ট্রায়বেকারে ঘাসিগ্রাম ইউনিয়নকে পরাজিত করেন ধুরইল ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে টিম। উপস্থিত বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় পর্যায়ে এমন টুর্নামেন্ট তরুণদের মেধা বিকাশে শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। তরুণদের দক্ষতা, শৃঙ্খলা ও মনোবল বৃদ্ধি করতে এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
মন্তব্য