(নিজস্ব প্রতিনিধি মোঃ সোহেল রানা)
খুলনার মহানগর দায়রা জজ আদালতের সামনে দুইজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার ৩০ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা আদালতের সামনের গেটের কাছে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ হয়ে নিহত দুইজনের নাম ফজলে রাব্বি রাজন (২৮) ও হাসিব (২৯)। তাদের মধ্যে হাসিব খুলনার নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে। আর রাজন রূপসা উপজেলার বাগমারার দক্ষিণ ডাঙ্গা এলাকার ইজাজ শেখের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, আজ রবিবার দুপুরে আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়। তবে তারা আদালতে কেন আসছিলেন তা এখনও নিশ্চত হওয়া যায়নি।ওসি আরও বলেন, রাজন ও হাসিব আদালত থেকে বের হয়ে আসলে রাজনকে পেছন দিক থেকে চাপাতি দিয়ে কোপ দেয়। এতে রাজন পড়ে গেলে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়। পরে হাসিবকে গুলি করে দৃুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয়। আর হাসপাতালে হাসিব মারা যান।
মন্তব্য