পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর পোরশায় নিতপুর সংগ্রাম পরিষদের উদ্যেগে চলছে অরক্ষিত পুরাতন দিয়াড়া পাড়া শিশু কবরস্থান এর প্রাচীর নির্মাণের কাজ। দীর্ঘদিন ধরে শিশু কবরস্থান টি পরিত্যক্ত এবং উন্মুক্ত অবস্থায় পড়ে ছিলো। দেখার কেউ ছিলো না। হঠাৎ করে অরাজনৈতিক সংগঠন নিতপুর সংগ্রাম পরিষদের নেকনজরে আসে। এবং সংস্কার কার্যক্রম ইনশাআল্লাহ পরিচালিত হচ্ছে। তবে এরকম মহৎ কাজ সংগ্রাম পরিষদের পক্ষে করা ভীষণ কষ্ট কর। এজন্য এলাকার মানুষ কে এগিয়ে আসতে হবে। কবরস্থান টির জায়গার পরিমাণ এক একর অর্থাৎ ৩ বিঘার উপর। এব্যাপারে সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মোঃ শুমন কে জিজ্ঞেস করা হলে তিনি জানান আমরা ৮ বস্তুাদিয়ে কাজ করেঠি। আপনারা এলাকাবাসী পাশে থাকবেন। অপরদিকে সংগ্রাম পরিষদের সভাপতি মোঃ মিলন কে জিজ্ঞেস করা হলে তিনি জানান ইতিপূর্বে এলাকায় আমরা কি উন্নয়ন করেছি স্থানীয় সুধী সমাজ তা দেখেছে।ইনশাআল্লাহ সামন আরও অনেক।
মন্তব্য