গোদাগাড়ী প্রতিনিধি: মো:আতিকুর রহমান,
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চায়না প্রজেক্টে কর্মরত শ্রমিকদের ৯ দফা ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক অফিস ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর ২০২৫) সকালে প্রকল্প এলাকার মূল ফটকের সামনে কয়েকশ শ্রমিক জড়ো হয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
প্রজেক্টের নিরাপত্তা ও কর্ম-সুবিধা বঞ্চনার প্রতিবাদ জানিয়ে শ্রমিকরা জোরালো স্লোগান দিয়ে বিক্ষোভে অংশ নেন। পরে তারা মিছিল সহকারে প্রজেক্টের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে লিখিত দাবিনামা প্রকল্প কর্তৃপক্ষের কাছে দাখিল করেন।
১️⃣ বেসিক ৮ ঘণ্টা ও ওভারটাইম ১.৫ গুণ হারে প্রদান করতে হবে।
২️⃣ সরকারি লেবার আইন মোতাবেক সকল সুবিধা প্রদান করতে হবে।
৩️⃣ ছুটির ক্ষেত্রে ১০ দিন আগে জানানো এবং বছরে ১০ দিনের বেতনসহ ছুটি নিশ্চিত করতে হবে।
৪️⃣ শ্রমিকদের মেডিকেল ভাতা বা ইনসুরেন্স সুবিধা নিশ্চিত করতে হবে।
৫️⃣ সকল শ্রমিককে বিনামূল্যে PPE (সুরক্ষা সামগ্রী) প্রদান করতে হবে।
৬️⃣ প্রতি মাসের ১ থেকে ২ তারিখের মধ্যে বেতন প্রদান বাধ্যতামূলক করতে হবে।
৭️⃣ দুই ঈদের উৎসব ভাতা মূল বেতনের ৫০% দিতে হবে।
৮️⃣ রাতে কাজ হলে খাবারের ব্যবস্থা করতে হবে।
৯️⃣ সপ্তাহের শুক্রবার অর্ধেক বেলায় ছুটি দিতে হবে।
শ্রমিকরা জানায়,
“আমরা দীর্ঘদিন বকেয়া বেতনে, অনিরাপদ পরিবেশে ও অধিকার বঞ্চিত অবস্থায় কাজ করছি। দাবি জানালেও যথাযথ পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।”
তারা আরও বলেন,
“লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আমরা কাজে ফিরব না।”
বিক্ষোভের সময় প্রজেক্ট এলাকায় টানটান উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও কর্তৃপক্ষের মাঝে মধ্যস্থতা করার চেষ্টা করে।
স্থানীয় প্রশাসন জানায়, শ্রমিকদের আন্দোলন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে এবং তাদের দাবিগুলো যৌক্তিকভাবে বিবেচনার বিষয়।
চায়না প্রজেক্টের এক কর্মকর্তা বলেন—
“শ্রমিকদের দাবি আমরা গুরুত্বসহকারে বিবেচনা করছি। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে শ্রমিকরা দাবি না মানা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আলোচনা চলমান ছিল এবং প্রকল্প এলাকাজুড়ে শ্রমিকদের দৃঢ় অবস্থান বজায় রয়েছে।
মন্তব্য