গোদাগাড়ী প্রতিনিধি: মো:আতিকুর রহমান,
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী সামরিক সচিব মেজর জেনারেল (অব.) মোঃ শরীফ উদ্দিনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) গোদাগাড়ী উপজেলার ৭ নম্বর দেওপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। এদিন বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন নেতাকর্মীরা। প্রচারণায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় এবং এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বার্তা তুলে ধরা হয়।
প্রচারণাকালে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তরুণ ভোটারদের উদ্দেশে ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে’—এই স্লোগানকে সামনে রেখে ভোটকেন্দ্রমুখী হওয়ার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য মোঃ সদর উদ্দিন, ৭ নম্বর দেওপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল হাই (টুনু) সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীক বিপুল সমর্থন পাবে।
প্রচারণা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কার্যক্রম সম্পন্ন করেন এবং আগামীতেও ধারাবাহিকভাবে গণসংযোগ অব্যাহত রাখার ঘোষণা দেন।
মন্তব্য