পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাহানপুর বিডি-০৩২৯ এর আয়োজনে প্রকল্পের উপকারভোগী শিশুদের মাঝে বার্ষিক উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর-২৫) এল. সি. সি ম্যানেজার প্রদীপ বিশ্বাসের সভাপতিত্বে প্রকল্প অফিস চত্বরে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পের ম্যানেজার মৃদুল সরকার। প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা নিবার্হী অফিসার রেকসোনা খাতুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিশু বিষয়ক অফিসার (অতিরিক্ত দ্বায়িত্ব) বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার আঞ্জুমান আরা খাতুন, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও ইউপি সদস্য শহিদুল ইসলাম। বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেশবপুরের জাহানপুরে শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
ছবিঃ
১৮/১২/২৫
মন্তব্য