গোদাগাড়ী (রাজশাহী), ২২ ডিসেম্বর ২০২৫ |
গোদাগাড়ী প্রতিনিধি: মো:আতিকুর রহমান,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনের মনোনয়ন ফরম উত্তোলন ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। মঙ্গলবার (২২ ডিসেম্বর) গোদাগাড়ী ও তানোর উপজেলার হাজার হাজার নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জাঁকজমকপূর্ণ শোভাযাত্রার মাধ্যমে তিনি গোদাগাড়ী নির্বাচন কমিশন কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
এর আগে দলীয় ঘোষণায় গত ৩ নভেম্বর মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে এ আসনে বিএনপির মনোনয়ন প্রদান করা হয়। মনোনয়ন ফরম উত্তোলন উপলক্ষে গোদাগাড়ী–তানোরের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিলসহকারে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সমবেত হন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
মনোনয়ন ফরম উত্তোলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বলেন, “গোদাগাড়ী–তানোর আসনের জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।” তিনি তার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বলেন—
১) মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে,
২) সন্ত্রাসমুক্ত সমাজ গড়া হবে,
৩) চাঁদাবাজিমুক্ত পরিবেশ বজায় রাখা হবে,
৪) পদ্মা নদীর বাঁধের পূর্ণাঙ্গ নির্মাণ সম্পন্ন করা হবে,
৫) বেকারত্ব দূর করতে শিল্পকারখানা স্থাপনসহ কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
এছাড়াও তিনি বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কৃষিখাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন— মো. সদর উদ্দীন (সদস্য, আহ্বায়ক কমিটি, রাজশাহী জেলা বিএনপি), মো. আব্দুস সালাম শাওয়াল (সভাপতি, গোদাগাড়ী উপজেলা বিএনপি), মো. আনারুল ইসলাম (সাবেক মেয়র, গোদাগাড়ী পৌরসভা), মো. আব্দুল মালেক (সাবেক আহ্বায়ক, গোদাগাড়ী উপজেলা বিএনপি), মো. রবিউল ইসলাম অরণ্য কুসুম (যুগ্ম আহ্বায়ক, জেলা যুবদল), মো. আব্দুল হাই (টুনু ) সরকার (সভাপতি, দেওপাড়া ইউনিয়ন বিএনপি), মো. শেখ ফরিদ (সাবেক সাংগঠনিক সম্পাদক, গোদাগাড়ী উপজেলা ছাত্রদল), মো. কাওসার আহম্মেদ (সদস্য সচিব, গোদাগাড়ী উপজেলা ছাত্রদল), গোদাগাড়ী উপজেলা যুবদল), মো. মানিক (সেক্রেটারি, মাটিকাটা ইউনিয়ন ছাত্রদল)সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে।
মন্তব্য