মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২ ডিসেম্বর)রাত ৭ ঘটিকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলি প্রদক্ষিণ শেষে আবার বিএনপির কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনায় মাধ্যমে শেষ হয়।
শুভেচ্ছা মিছিলে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সন্মানিত সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি মোঃ মাহমুদুল হক টিপু ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, সৈয়দপুর রাজনৈতিক জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন, সাবেক উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ দুলু মিয়া,উপজেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহবায়ক রুবেল হোসেন ও সদস্য সচিব রাসেল প্রামানিকসহ ৫ন চাঁদখানা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়াসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলটিতে জনাব তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
মন্তব্য