এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শ্রীমতী শেফালীকা ত্রিপুরা জেলার পানছড়ি উপজেলার ঐতিহ্যবাহী পূজগাঙমূখ উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, শীতবস্ত্র , ঢেউটিন বিতরণ, খেলাধুলার সামগ্রী ও পুরস্কার বিতরণ করেন। তিনি পূজগাঙমূখ উচ্চ বিদ্যালয়ের একাদশ চ্যাম্পিয়নশিপ ও পূজগাঙ স্বপ্ন সিঁড়ি ক্লাবের রানার্সআপ পুরষ্কার এবং শীতবস্ত্র বিতরণ করেন।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের সফর সঙ্গী ছিলেন পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন, পানছড়ি সাব জোন কমান্ডার মেজর মোঃ অয়ন, পরিষদের সদস্য মোঃ আব্দুল লতিফ, মোঃ মাহবুব আলম, অনিময় চাকমা, নিটুল মনি, শ্রীমতী জয়া ত্রিপুরা।
ইতোপূর্বে চেয়ারম্যান লোগাং ইউনিয়ন পরিষদেও দেড় শতজনকে শীতবস্ত্র বিতরণ করেন।
লোগাং থেকে ফেরার পর চেয়ারম্যান চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ও পরিদর্শন করেন। তিনি এ মহাবিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও প্রতিশ্রুতি দেন।
তারপর সর্বশেষ ঐতিহ্যবাহী পূজগাঙমূখ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের সঙ্গে বলিবল খেলা উপভোগ করেন। এতে সাদা পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন। এরপর তিনি ও সফর সঙ্গীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পূজগাঙমূখ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শেষে দেড় শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। আর পূজগাঙমূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্র লাল চাকমার হাতে খেলাধুলার সামগ্রী তুলে দেন। এবং সংক্ষিপ্তাকারে বক্তব্যে পূজগাঙমূখ উচ্চ বিদ্যালয়ের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করা হবে বলেও পরিষদ চেয়ারম্যান প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান উচিত মনি চাকমা, চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, লোগাং ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার চাকমা, চেঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কিরণ চাকমা, চেঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমা, কালাচাঁদ চাকমা, লোগাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সমর বিকাশ চাকমা, পানছড়ি সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফেরার পথে পানছড়ি সদরের আদি ত্রিপুরা পাড়া বাসীদের নিকটও শীতবস্ত্র বিতরণ করেন।
মন্তব্য