এস চাঙমা সত্যজিৎ
স্টাফ রিপোর্টারঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙা উপজেলায় কার্বারী এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও কার্বারীদের কল্যাণে প্রতিষ্ঠিত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মাটিরাঙা উপজেলা চৌধুরীঘাট মাল্টিপারপাস সেন্টারের অনুষ্ঠিত সভায় জেলা ও উপজেলার থেকে কার্বারী হেডম্যান ও জনপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন কমিটির সভাপতি হারবী ত্রিপুরা।
পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা। অনুষ্ঠানটি উদ্বোধন করেন মাটিরাঙা উপজেলা হেডম্যান এসোসিয়েশনের উপদেষ্টা চাইহ্লাপ্রু চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মাটিরাঙা উপজেলা হেডম্যান এসোসিয়েশনের সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি কার্বারী রনিক বিকাশ ত্রিপুরা এবং দৈনিক জনবাণী পত্রিকার পার্বত্য চট্টগ্রাম ব্যুরো চীফ ও ত্রিপুরা সনাতনী গীতা সংঘের সভাপতি ত্রিপন জয় ত্রিপুরা।
সম্পূর্ণ অনুষ্ঠানটির সঞ্চালকের দায়িত্ব পালন করেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক যতীন বন্ধু ত্রিপুরা।
মন্তব্য