কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্তি ব্লক এর অধীনে ঘোলার মোড়ে প্রতিষ্ঠিত হল, আন্তর্জাতিক মানের একটি বড় বুটিক সেন্টার। এদিন সকালে এই আধুনিক প্রযুক্তির সাহায্যে নিয়ে এবং দক্ষ কারিগর দ্বারা পরিচালিত এই বুটিক সেন্টারটি তৈরি করতে সক্ষম হয়েছে এই বুটিক হাউস এর মালিক সাহানারা খাতুন ও তার স্বামী রাজা লস্কর।তারা বলেন যে আমাদের ভারতের গুজরাট রাজ্যের সুরাট থেকে উন্নত মানের কাপড় এনে দক্ষ কারিগর দ্বারা কাজ চলছে বুটিকের। এখানে দেশ ও দেশের বাইরে উন্নত মানের বুটিক সাপ্লাই দেয়া হয়।যারা ভারত ও ভারতের বাইরে বুটিক গ্রাউন ও কুট্টি পাল্লাজো নিতে চান তারা সরাসরি যোগাযোগ করতে পারেন।।
মন্তব্য