ক্রাইম রিপোর্টার: মো:আতিকুর রহমান
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি এলাকায় অবস্থিত ঐতিহাসিক শ্রী পাট খেতুরী ধামের ব্যবস্থাপক গোবিন্দ চন্দ্র পালকে হত্যার চেষ্টার অভিযোগে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয় সুজন পালসহ তিনজনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগপত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৫ ডিসেম্বর ২০২৫ সকাল আনুমানিক ৮টার দিকে প্রেমতলি এলাকায় শ্রী পাট খেতুরী ধাম সংলগ্ন সড়কে পূর্বপরিকল্পিতভাবে গোবিন্দ পালকে পথরোধ করে অভিযুক্তরা। দীর্ঘদিন ধরে ধর্মীয় স্থাপনাটি দখলের উদ্দেশ্যে তাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার সময় অভিযুক্ত সুজন পাল, নন্দলাল পাল ও সুব্রত পাল লাঠি ও ইট দিয়ে গোবিন্দ পালকে এলোপাতাড়ি মারধর করে। এতে তার মাথা, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তাকে প্রাণে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত গোবিন্দ পালকে উদ্ধার করে গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন স্বজনরা।
এলাকাবাসীর অভিযোগ, একটি প্রাচীন ধর্মীয় স্থাপনা দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গোদাগাড়ী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য