ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নে পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩ টায় উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ চত্তরে আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগিতায় অংশীজন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় মোঃ ইসমাইল হোসেন মোস্তাক, চেয়ারম্যান আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মন্ডল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিলন কুমার মানী, আগ্রাদ্বিগুন ইউনিয়নের সদস্য ও সদস্যাগন, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনধিবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে আগত সুধিজন ও ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ রওশন জামাল চৌধুরী। আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির পর তা জনসম্মুখে আজ সকলের সাথে শেয়ার করা হয়। এতে বিভিন্ন অংশীজন তাদের মতামত ব্যক্ত করে বলেন আগ্রাদ্বিগুন ইউনিয়নের সার্বিক উন্নয়ন জন্য যে পরিকল্পনাটি প্রস্তুত করা হয়েছে তা বস্তনিষ্ঠ একটি পরিকল্পনা এই পরিকল্পনা বাস্তাবায়নের জন্য জন প্রতিনিধি ও জনগন উভয়ের সহযোগিতা প্রয়োজন। তাই আগামীতে আলোকিত ও স্বনির্ভর আগ্রাদ্বিগুন ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আমরা সকলেই এক সাথে কাজ করতে চাই। উক্ত সভার সভাপতি আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন মোস্তাক স্মার্ট আগ্রদ্বিগুন গড়ার প্রত্যয়ে তার বক্তব্যে বলেন ইউনিয়ন পরিষদের আয় সীমিত ও বাজেট সীমিত হওয়ায় আমরা সকল চাহিদা পুরন করতে পারিনা কারন আমাদের কোন পরিকল্পনা নাই। এ বিষয়ে তিনি আরও বলেন পরিবারে যেমন পরিকল্পনা করি ঠিক তেমন এটি একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পনা। নির্বাচিত প্রতিনিধিরা স্থায়ী নাও হতে পারে কিন্তু ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা দীর্ঘদিনের, জনঅংশগ্রহণের মাধ্যমে এটির যথাযথ বাস্তবায়ন সম্ভব। আগ্রাদ্বিগুন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ ইএসডিও গোফরইমপ্যাক্ট কর্মসূচীর সহায়তা পুরো ইউনিয়ন বাসীকে অনুপ্রাণিত করেছে।
মন্তব্য