(নিজস্ব প্রতিনিধি মোঃসোহেল রানা)
৩০শে ডিসেম্বর ~২০২৫ ইংরেজি মঙ্গলবার সকাল ১১টার দিকে খুলনা জেলার তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) এস. এম. নুরুন্নবী, তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোঃ শহীদুল্লাহ, নৌবাহিনী কন্টিনজেন্টের জেসিও রাজু আহমেদ, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার অতীশ সরদার, তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রীতম স্বাক্ষর চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল হাই, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ( ভারপ্রাপ্ত ) স্বপন ব্যাপারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার, উপজেলা এসিসট্যান্ট প্রোগ্রামার লিডাম পল বালা, নর্থ খুলনা কলেজের প্রভাষক অনির্বান রায়, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন অফিসার আরুফা খাতুন, তথ্য তাছলিমা খাতুন।
সভায় এছাড়াও বিভিন্ন দপ্তরের অফিসার ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহণসহ তেরখাদা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম. সারোয়ার রাব্বী বলেন, তেরখাদা উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করার পূর্ব শর্ত হলো আইন শৃঙ্খলার উন্নয়ন।
তিনি তেরখাদার সার্বিক আইন শৃঙ্খলার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ ধরে রাখতে প্রশাসনের সর্ব পর্যায়ের কর্মকর্তাদের সুদৃষ্টি এবং কঠোর পরিশ্রম করার আহবান জানান।
আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার এ. বি. এম, সারোয়ার রাব্বী। সভায় কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য