মোঃ আব্দুল হান্নান
ত্রিশটি বছর বিলিয়েছি প্রাণ,
মানুষের তরে গাহি গান
অঝোর ধারায় চেয়েছি দোয়া,
ঘুচাতে তাদের সব অপমান।
আপন-পরের চিন্তায় বিভোর,
কেটেছে প্রহর কত শত
বিনিময়ে আজ ঝুড়িতে আমার—
কেবলি আঘাত অবিরত।
শত চেষ্টা আর প্রার্থনা দিয়ে,
চেয়েছি মন জয় করি
মানুষের তরে উজাড় করেছি,
সযতনে ভালোবাসা ভরি।
তবুও দেখিনু মানুষ বড়ই,
স্বার্থের মোহে মত্ত রয়,
উপকার শেষে ভুলে যায় সব,
দেয় না হৃদয়ে ঠাঁই বা আশ্রয়।
তাই আজ আমি ছেড়েছি সে হাল,
মুছেছি চোখের বারি,
নিজেরে নিয়েই বাঁচিব এখন,
ভুলে সব মানুষের শারি।
দুনিয়ার বুকে সবাই স্বার্থপর,
চিনেছি তাদের আসল রূপ,
অতীত স্মৃতির পাহাড় ডিঙিয়ে,
নীরবতা আজ বড়ই চুপ।
ঘুরে দাঁড়াবো একদিন আমি,
সময়ের চাকা ঘোরে জানি,
পরের চেয়েও আপন মানুষ,
দেয় বেশি ব্যথা—এই সে গ্লানি।
যতই করিও ভালো তুমি আজ,
সবার চোখেতে দোষী হবে,
স্বার্থ ফুরালে চেনা মুখগুলো,
অচেনা সাজিয়া দূরে রবে।
সৎ মানুষের ঠাঁই নেই হেথা,
অশান্তি তার নিত্য সাথী,
অসৎ লোকই সুখে আছে দেখ,
জ্বালায় তারা মোহের বাতি।
যাদের কল্যাণে লড়েছি জীবন,
যারা ছিলো মোর অতি আপন,
তারাই আজ মোর বুকের ভেতরে,
বসিয়ে দিয়েছে ছুরির দহন।
পর করে দিয়ে দূরে ঠেলে দেয়,
তিলে তিলে আজ করে শেষ,
বিশ্বাসে মোর বিষ ঢেলে দিয়ে,
গড়েছে তারা এক নতুন বেশ।
ক্ষমা করো প্রভু এই অবুঝ মন,
মানুষের মোহে ভুলেছি পথ,
এখন শুধু নিজেরে খুঁজবো,
ভাঙিয়া মনের সকল রথ।
মন্তব্য