পোরশা (নওগাঁ) প্রতিনিধি:-নওগাঁর পোরশা থানাধীন বড়গ্রাম মৌজাস্থ বড়গ্রাম বাজারের পশ্চিম উত্তর কর্ণারে জনৈক মোঃ সবুর মাষ্টার এর আম বাগানের ভিতরে পূর্বপাশে মেহগনি গাছের নিচে ।
পোরশা থানার এসআই (নিরস্ত্র)/মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ পলাশ হোসেন (৩৩), পিতা-মৃত বকুল হোসেন, মাতা-মোছাঃ আজিদা বেগম, সাং-বড়গ্রাম (কাইয়াপাড়া), থানা-পোরশা, জেলা-নওগাঁ এর নিকট থেকে ৪৯ (ঊনপঞ্চাশ) পিস Tapentadol Tablets 100 mg ট্যাবলেট, যাহার ওজন (৪৯×০.২৭)=১৩.২৩ গ্রাম, মূল্য অনুমান ১৪,৭০০/-টাকা থানায় হাজির হয়ে আসামীর বিরুদ্ধে এজাহার দাখিল করলে এ মামলা রুজু হয়। – আসামীর বিরুদ্ধে পোরশা থানার মামলা নং-০১ তারিখ-০১/০১/২০২৬ইং,ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারনী ২৯(ক) রুজু হয়েছে।
মন্তব্য