স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি কিবরিয়া রোডের প্রবেশদ্বারে আন্ডারপাস নির্মাণের দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা–সিলেট মহাসড়কের আউশকান্দি নিলামবাজার সংযোগস্থলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় অন্তত ১০টি গ্রামের মানুষ, ছাত্র ও জনসাধারণ এতে অংশ নেন। শ্রমিক নেতা রোমান মিয়া ও বদরুজ্জামান ছানুর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট মুরব্বি হাজী শানুর মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন হবিগঞ্জ-৩ (সদর,শায়েস্তাগঞ্জ,লাখাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জি.কে. গউছ, হবিগঞ্জ-১(নবীগঞ্জ -বাহুবল) আসনে বিএনপির
প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহজাহান আলী, উপজেলা বিএনপির সভাপতি মতিউর রহমান (পিয়ারা), সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু, আউশকান্দি আর.পি. উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল বাহার তালুকদার ও নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি শাহ সুলতান আহমদসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা জানান, আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বর এলাকার উত্তরে আউশকান্দি, দীঘলবাক ও ইনাতগঞ্জ ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন ওই স্থানে মহাসড়ক পার হয়ে চলাচল করেন। দ্রুতগতির যানবাহনের কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। গত কয়েক বছরে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে।
বক্তারা বলেন, আউশকান্দি বাজারে একাধিক স্কুল, কলেজ, মাদ্রাসা, ব্যাংক ও বীমা অফিস রয়েছে। প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী মহাসড়ক পার হয়ে এসব প্রতিষ্ঠানে যাতায়াত করেন। ফলে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
তাঁরা আরও জানান, ঢাকা–সিলেট মহাসড়ক চার লেন (প্রস্তাবিত ছয় লেন) উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে এ অংশে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়বে। তাই পথচারী ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে উক্ত স্থানে দ্রুত একটি আন্ডারপাস নির্মাণ প্রয়োজন।
আন্দোলনকারীরা অবিলম্বে আন্ডারপাস নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
মন্তব্য