ক্রাইম রিপোর্টার: মোঃ আতিকুর রহমান
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ দুইজনকে কম্বলে লুকিয়ে ফেন্সিডিল পাচারের অভিযোগে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়ের একটি দল।
গ্রেফতারকৃতরা হলেন— গোদাগাড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেক (৪৫), পিতা মৃত আব্দুল আজিজ, গ্রাম পানিহার আই হাই রাহী; এবং একই গ্রামের মো. আজাদ আলীর ছেলে আনোয়ার হোসেন (৩০)।
ডিএনসি সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি ২০২৬ শনিবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে বগুড়ার শিবগঞ্জ থানাধীন মুরাদপুর (পল্লী বিদ্যুৎ) এলাকায় রংপুর–বগুড়া মহাসড়কের পূর্ব পাশে ডিএনসি বগুড়া ‘খ’ সার্কেলের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় হরিপুর (ঠাকুরগাঁও) থেকে চাঁপাইনবাবগঞ্জগামী বিআরটিসি যাত্রীবাহী বাস (রেজিস্ট্রেশন: ঢাকা মেট্রো-ব-১৫-৪৭৭১) তল্লাশি করা হয়।
তল্লাশিকালে বাসের একটি নীল-কালো রঙের ট্রাভেল ব্যাগের ভেতর দুইটি পুরাতন কম্বলে মোড়ানো অবস্থায় কোডিনযুক্ত অবৈধ মাদক ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের পরিমাণ ২৫ বোতল (প্রতিটি ১০০ মিলিলিটার, মোট ২.৫ লিটার)।
এছাড়া মাদক বিক্রিতে ব্যবহৃত একটি পুরাতন স্যামসাং স্মার্টফোন এবং জিডিএল ও লাভা ব্র্যান্ডের দুইটি বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি কর্তৃপক্ষ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য